উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো – পরীক্ষার সময়সূচি।

আমরা জানি যে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি সংযুক্ত প্রতিষ্ঠান উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো। আমরা পূর্বে থেকেই অবগত আছি যে, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো থেকে গত জুন মাসের ১২ তারিখে একটি নিয়োগ প্রকাশিত হয়েছে। সেই নিয়োগে-

১. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ( ১৬ গ্রেড)

২. অফিস সহায়ক (২০ গ্রেড)

বিশাল নিয়োগ প্রকাশিত হয়েছিল। উক্ত নিয়োগে ৭০৭ পদের জনবল নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এর মধ্যে হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬ তম গ্রেডে ২৬৫ জন। এবং অফিস সহায়ক ২০ তম গ্রেডে (উপজেলা পর্যায়ে) হচ্ছে ৪৪২ জন। কিন্তু বর্তমান সময়ে যারা এই চাকরির জন্যে আবেদন করা ক্যান্ডিডেট একবারেই হতাশ হয়েছেন।

কেননা গত ৯ মাসের বেশি সময় ধরে মানুষ অপেক্ষার প্রহর গুনতে আছেই। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সার্কুলার এর পরীক্ষা কবে হবে। কবে হতে পারে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর অফিস সহায়ক পদের পরীক্ষা। এভাবে অনেকেই অনেকভাবে অনেকের কাছে প্রশ্ন তুলে ধরেছে।

গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ফেসবুক গ্রুপে মানুষ উপানুষ্ঠনিক পরীক্ষার সময়সূচি জানতে পোস্ট বা প্রশ্ন শুরু করতেছে।

অনেকেই আবার আন্দাজে বিভিন্ন কিছু বলে দিয়েছে। কেউ কেউ বলতেছে নিয়োগ বাতিল হতে পারে। আবার কেউ কেউ বলতেছে সামনে বছরে হবে। কিন্তু আজকে আমরা প্রকাশ করে দিবো কবে এই পরীক্ষা হতে পারে বা হওয়ার সম্ভব মাস। কিন্তু আমরা পুরোপুরি ১০০% সিউর দিয়ে বলতে পারছি না যে অমুক দিন পরীক্ষা হতে পারে।

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সার্কুলার এর পরীক্ষার সময়সূচি প্রকাশ

একমাএ নিয়োগ বোর্ডের সভাপতি বা এ সমস্ত উর্ধ্বতন কর্মকর্তা বলতে পারবে। যদিও এই পরীক্ষা ২০২৪ সনের  সেপ্টেম্বরের শেষের দিকে হওয়ার কথা ছিল। হয়তো দাপ্তরিক কোনো ত্রুটি বা কিছু অন্যান্য কারণে পরীক্ষা সে সময় হয়নি।

তবে আমরা ঐ দপ্তরের বিভিন্ন কর্মচারীর কাছে থেকে জানতে পেরেছি যে, উপানুষ্ঠনিক শিক্ষা ব্যুরো সার্কুলার এর পরীক্ষা এই বছরের ২০২৫ সালের জুলাই – আগস্ট মাসের ভিতরেই হবে। এবং নিয়োগ এর কাজটি খুবই দ্রুত শেষ করবে।

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সকল পদের পরীক্ষার অফিসিয়াল সময়সূচি।

তাই যারা উক্ত সার্কুলার এর  অফিস সহায়ক পদে এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন করেছেন। তারা খুব ভালোভাবে প্রিপারেশন নিন।

পরীক্ষার সময়সূচি উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর অফিসিয়াল ওয়েবসাইট ও ফেইসবুক পেজে নোটিশ করে জানিয়ে দিবে। পরীক্ষার ৮-১০ দিন আগে টেলিটক থেকে একটি বার্তা পাঠানো হবে তাদের দপ্তর থেকে। সেখানে দেওয়া ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে টেলিটক কর্তৃক পরিচালিত bnfe.teletalk.com.bd এই ওয়েবসাইটে ভিজিট করে অ্যাডমিট কার্ড পাবেন।

আশাকরি আপনারা মোটামুটি একটা আপডেট জানতে পেরেছেন। এরকম চাকরি সম্পর্কিত সকল ইনফর্মেশন পেতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।

যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন।

You May Also Like

আনছের আলী

About the Author: আনছের আলী

ছোটবেলা থেকেই আগ্রহ প্রযুক্তির উপর। আর এই আগ্রহ থেকেই জাগ্রত হয়েছে প্রযুক্তি সম্পর্কে জানার এবং জানানোর।

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 1 =
Powered by MathCaptcha

error: Content is protected !!