বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিরাপত্তা প্রহরীর পরীক্ষার রেজাল্ট!

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ( Bangladesh Power Development Board ) যার নাম আমরা সংক্ষেপ করে বলে থাকি যেমন – বাবিউবো বা বিউবো (BPDB), পিডিবি (PDB), বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা পিডিবি বাংলাদেশ সরকার এর একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এর অধীনস্থ বিদ্যুৎ বিভাগ দ্বারা পরিচালিত একটি প্রতিষ্ঠান।

পিডিবি এর সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি বা সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি ২০/০৭/২০২৩ তারিখে প্রকাশিত হয়।

পদের নাম :- নিরাপত্তা প্রহরী (Security Guard)
বেতন স্কেল :- ২০ তম গ্রেড ( ২০১৫ বেতন স্কেল অনুযায়ী )

উক্ত নিয়োগে অনেক জনবল আবেদন করেন। এবং নিরাপত্তা প্রহরী পদের পরীক্ষা ১১ নভেম্বর ২০২৩ তারিখে ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ঢাকায় বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। সেদিন প্রায় আনুমানিক ১ লাখ ১০ হাজার পার্থীর পরীক্ষা হয়। কিন্তু সেখানে প্রায় অর্ধেক এর মতো পার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা ১০০ নম্বর মার্ক  এর  এমসিকিও (MCQ) মাধ্যমে হয়ে থাকে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) নিরাপত্তা প্রহরীর ( সিকুরিটি গার্ড) রেজাল্ট

পরীক্ষা হয়ে গেলেও যেনো অপেক্ষার প্রহর কাটছে না। পার্থীরা পরীক্ষা দিয়ে ৫ মাস + সময় ধরে অপেক্ষা করছে। সবার মুখে শুধু প্রশ্ন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর নিরাপত্তা প্রহরীর রেজাল্ট কবে দিবে? পিডিবির সিকুরিটি গার্ড এর রেজাল্ট কবে হবে? PDB Security Gaurd  Exam Result সবাই একটু বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর প্রতি বিরক্তি হয়ে আছে। কেনোনা – তাদের পরে পরিক্ষা হয়ে সব দপ্তরের ভাইভা হয়ে গেছে। কিন্ত পিডিবি লিখিত পরীক্ষার ফলাফল এখনো দিলো না।

পিডিবি নিরাপত্তা প্রহরীর রেজাল্ট এর সঠিক সময়!

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর সিকুরিটি গার্ড এর রেজাল্ট খুব দ্রুতই প্রকাশিত হবে। উক্ত দপ্তরের একজন কর্মকর্তার সাথে যোগাযোগ করে কিছু তথ্য আমি জানতে পারি। সেগুলি আমি এখন আপনাদের জানিয়ে দিচ্ছি।
পরীক্ষা MCQ আকারে হওয়াতে খুবই দ্রুতই খাতা দেখা হয়ে গেছে। এবং রেজাল্ট সিট ও তৈরি হয়ে গেছে। যেকোনো সময় সিকুরিটি গার্ড বা নিরাপত্তা প্রহরীর পরিক্ষার রেজাল্ট প্রকাশিত হতে পারে। সম্ভাব্য  মে থেকে জুন মাসের মধ্যেই নিরাপত্তা প্রহরীর রেজাল্ট দিয়ে দিবে। বা তার আগেও হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং ইতিমধ্যে নিম্মমান হিসাব সহকারীর রেজাল্ট ও প্রকাশিত হয়েছে। এবং ভাইভা হয়ে চুরান্ত রেজাল্ট হয়ে গিয়েছে।

গুরুত্বপূর্ণ তথ্য

অনেকে বলে নিরাপত্তা প্রহরী পদের পরীক্ষা সমস্যা হয়ে গেছে। বা পরীক্ষা আবার নতুন করে হতে পারে আগের পরীক্ষা বাতিল হয়ে । আসলে এগুলা ভুল বা ভিত্তিহীন কথা। এক দল লোক মিথ্যে তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে। কেউ এগুলা কথায়  কান না দিয়ে কিছুদিন অপেক্ষা করেন রেজাল্ট পেয়ে যাবেন। মনে রাখবেন, কোনো সমস্যা থাকলে বা হয়ে গেলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং ফেসবুক পেজে জানিয়ে দিবে।

ধন্যবাদ, এরকম আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। এবং এই পোস্ট সবার মাধ্যমে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।

আনছের আলী

About the Author: আনছের আলী

ছোটবেলা থেকেই আগ্রহ প্রযুক্তির উপর। আর এই আগ্রহ থেকেই জাগ্রত হয়েছে প্রযুক্তি সম্পর্কে জানার এবং জানানোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!