ওয়ার্ডপ্রেস প্লাগইন! যেগুলো ব্যবহার করতেই হবে।

আমি অনেক আগেই বেশ কিছু আর্টিকেল এর মধ্যে আলোচনা করেছি ওয়ার্ডপ্রেস একটি জনপ্রিয় এবং ফিউচার প্রোফ সিএমএস (CMS) বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। বর্তমানে এর ফিচার বেড়েই চলেছে। এবং ভবিষ্যতে আরো বাড়বে এটার আরো ফিচার যুক্ত হবে এটা একদম সত্য। আপনি যদি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ভালোভাবে ম্যানেজ এবং বিভিন্ন ফিচার যুক্ত করতে গেলে প্লাগইন এর ব্যবহার অবশ্যক। আপনি চাইলে বিভিন্ন প্লাগইন ব্যবহার করেই এর সকল ফিচার এর সুবিধে পেতে পারেন। আজকে আমি এমন কিছু প্লাগইন নিয়ে আলোচনা করব যা ওয়ার্ডপ্রেস ইন্সটল করার পরেই এই প্লাগইন ব্যবহার করতে হবে। তো চলুন শুরু করা যাক বিস্তারিত-

ওয়ার্ডপ্রেস ক্যাশ প্লাগইন

আমি প্রথমেই আলোচনা করবো ক্যাশ প্লাগইন নিয়ে। কেনোনা বর্তমান সময়ে এসে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট স্লো বা ধীরগতি হয়ে গেলে সাইটের ভ্যালু কখোনই থাকবে না। আপনি যখন থিম ইনস্টল করার পর ডিজাইন এর উপর ভালো গুরুত্ব দিবেন। তখন আপনার ওয়েবসাইট স্লো হবেই যদি আপনি ভারী ডিজাইন করে থাকেন। তাই অবশ্যই আপনাকে এইচটিএমএল, সিএসএস, জেএস, ইমেজ মিনিফাই করা লাগবে। এর জন্যে আপনাকে ক্যাশ প্লাগইন ব্যবহার করতে হবে । ক্যাশ প্লাগইন এর মধ্যে উল্লেখ্য কিছু প্লাগইন হচ্ছে –

1.WP Super Cache
2.W3 Total Cache
3.WP Rocket

আমি ভালো এবং বেশি ব্যবহার হয়েছে এরকম তিনটি প্লাগইন পরামর্শ করলাম। আপনারা ইচ্ছে করলে আরো ভিন্ন কোনো প্লাগইন ব্যবহার করতে পারেন।

এসইও প্লাগইন

ইমেজ : এসইও সিম্পল

ডিজাইন এর পরে এবার গুরুত্ব দেওয়া যেতে পারে এসইও এর উপর। আমার সবাই জানি যে একটি ওয়েবসাইট এর প্রান বা ভ্যালু হচ্ছে ভিজিটর। ওয়েবসাইট যতই সুন্দর বা তথ্যবহুল হোক না কেনো সেখানে যদি কোনো পাঠক বা ব্যবহারকারী না থাকে তাহলে সেই ওয়েবসাইট সম্পূর্ণ মূল্যহীন। ওয়েবসাইটে ভালোভাবে সার্চ ইঞ্জিন থেকে ট্রাফিক বা ভিজিটর আনার জন্যে এসইও প্লাগইন ব্যবহার করতেই হবে। আর এই প্লাগইন ব্যবহার করে খুব সহজেই অন পেজ অপটিমাইজ করা যায়। এসইও করার জন্য তিনটি জনপ্রিয় প্লাগইন হচ্ছে,

1. Rank Math
2. Yoast SEO
3. All In One SEO Pack.

এসইও এর কাজ সম্পূর্ণ করতে এই তিনটির যেকোনো একটি প্লাগইন ব্যবহার করতে হবে। সবগুলো একসাথে ব্যবহার করার অ্যাক্সেস পাওয়া যায় না।

ওয়ার্ডপ্রেস সিকুরিটি প্লাগইন

ইমেজ : ওয়ার্ডপ্রেস সিকিউরিটি সিম্পল

একটি ওয়েবসাইট সবসময় নিরাপত্তার প্রয়োজন পরে। ওয়ার্ডপ্রেস অর্গ ডিরেক্টরিতে অনেক ধরনের সিকুরিটি প্লাগইন রয়েছে। আপনি চাইলে সেই প্লাগইন ব্যবহার করে ওয়েবসাইট নিরাপত্তার মধ্যে রাখতে পারবেন। এর মধ্যে কিছু জনপ্রিয় প্লাগইন এর নাম তালিকা করবো।

1. Sucuri
2. WordFence
3. All in One WP Security
4. Jetpack
5. MalCare

আবার আপনি চাইলে আপনার পছন্দমতো যেকনো প্লাগইন ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে প্লাগইন এর ব্যবহার এবং রিভিউ ভালোভাবে চেক করে। তারপর আপনি যদি মনে করেন প্লাগইনটি ব্যবহার করে আপনার ওয়েবসাইট এর নিরাপত্তা  নিশ্চিত করতে পারবেন। তাহলে আপনি ব্যবহার করতে পারেন।

যোগাযোগ ফর্ম

একটি ওয়েবসাইট এর আরেকটি গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে যোগাযোগ ফর্ম। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এর প্রত্যেক কাজ যেহেতু প্লাগইন ব্যবহার করে সম্পূর্ণ করা যায়। যোগাযোগ ফর্ম ও একইভাবে বিভিন্ন সিস্টেমে তৈরি করে ওয়েবসাইটে সেটআপ করতে পারবেন। এর মধ্যে সবচেয়ে বেশি প্লাগইন হচ্ছে  –

1. Contact Form 7
2. HappyForms
3. We Form

তাছাড়া এর বাহিরেও অনেক প্লাগইন আছে। আপনি একটু খুঁজলেই পেয়ে যেতে পারেন।

ভিজিটর স্টাটিক প্লাগইন

আমরা জানি, একটি ওয়েবসাইট এর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভিজিটর। এই ভিজিটর ভালোভাবে দেখার জন্য আপনাকে প্লাগইন ব্যবহার করতে হবে। আমি ব্যবহার করছি এরকম  কিছু  প্লাগইন এর লিস্ট দিচ্ছি যা দিয়ে আপনি সঠিক ভিজিটর দেখা থেকে শুরু করে, ভিজিটর কোন সোর্স থেকে এসেছে। কোন লোকেশন থেকে আপনার ওয়েবসাইট এর মধ্যে এসেছে। এমনকি কোন কীওয়ার্ড সার্চ করে আপনার আর্টিকেল খুজে পেয়েছে। এবং সার্চ কনসোল ও ডিরেক্ট কতজন ভিজিটর আপনার ওয়েবসাইটে ব্রাউজ করছে উল্লিখিত এসকল থেকে শুরু করে আপনি আরো তথ্য দেখতে পারবেন। প্লাগইনগুলো হচ্ছে –

1. WP Statistics
2. StatCounter
3. ExactMetrics
4. Jetpack

তাছারা আপনি আরো বিভিন্ন অ্যানালাইটিক্স প্লাগইন ব্যবহার করতে পারেন।

উপরের উলেখ্য ওয়ার্ডপ্রেস প্লাগইনগুলো অনেক সিম্পল এবং ফিচারযুক্ত। যার কারণে আমি আপনাদের রিকুমেন্ডেট করলাম। আপনি চাইলে খুব সহজে সেট করতে পারবেন। এর জন্যে কোনো প্রোগ্রামিং জানা লাগবে না। খুব ভালোভাবে ইজিলি ব্যবহার করতে পারবেন। পরবর্তী সময়ে আমি আরো বেশ কিছু প্লাগইন নিয়ে আলোচনা করব।

আর্টিকেলটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। নিয়মিত এরকম ওয়ার্ডপ্রেস সহ বিভিন্ন আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকবেন।

You May Also Like

আনছের আলী

About the Author: আনছের আলী

ছোটবেলা থেকেই আগ্রহ প্রযুক্তির উপর। আর এই আগ্রহ থেকেই জাগ্রত হয়েছে প্রযুক্তি সম্পর্কে জানার এবং জানানোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!